SAIFSAMIR.COM

এবার আমি রুক্ষ হলাম

30/9/2013

1 Comment

 
আমার নম্রতা তোমার আদর পাইনি
তাই এবার কালচিটে এক মুখোশ নিলাম
এবার আমি রুক্ষ হলাম।

আমার প্রেম তোমার ভালো লাগেনি
তাই বুক চিরে হৃদয় কেটে ফেলে দিলাম
এবার আমি রুক্ষ হলাম।

সহজ হয়েছিলাম তাই সস্তা লেগেছিল
কাছে এসেছিলাম তাই মূল্যহীন ভেবেছিলে
অপমান সইয়ে ছিলাম তাই তুচ্ছ করেছিলে
প্রতিবাদ করিনি কখনও তাই বোকা ভেবেছিলে

এবার আমার জবান জেগেছে
এবার আমি কঠিন হয়েছি
এখন আমি উপেক্ষা করতে জানি
এখন আমি উঁচু অনেক উঁচু

অহংকার করিনি বলে নিরহংকারী না ভেবে সাধারণ ভেবেছ
অপঘাত করিনি বলে শান্তিকামী না ভেবে ভীতু ভেবেছ
একবারও চিনতে পারনি আসল আমাকে
আর সেই সৌভাগ্য হবে না তোমার

এবার আমি রুক্ষ হলাম
সাহারার তপ্ত বালির চেয়েও বেশি
এবার আমি রুক্ষ হলাম সীমারের সমান।


আরও কবিতা: আকাশ মুছে গেছে
1 Comment
Debesh Roy link
7/11/2015 09:18:34 pm

কবিতাটি খুব ভাল হয়েছে।

Reply



Leave a Reply.

    লেখক

    সাইফ সামির

Powered by Create your own unique website with customizable templates.