অস্কার বিজয়ের পর এ আর রহমানের এক্সপেরিমেন্টাল কম্পোজিশন হয়েছে ব্লু (Blue) মুভিতে। বলিউডের এ নাগাদ (২০০৯) সবচেয়ে ব্যয়বহুল এই মুভিতে রহমান কমার্শিয়াল ট্র্যাক করেছেন। বাণিজ্যিক চাহিদার সঙ্গে পরীক্ষামূলক মিউজিকের মিশেল নিয়েই ব্লু-র সাউন্ডট্র্যাক। আল্লা রাখার নিয়মিত শ্রোতারাও দ্বিধায় পড়ে গিয়েছিলেন এর কয়েকটি গান শুনে। তাদের অনেকের কাছে প্রথমে মনেই হয়নি এ বুঝি এ আর রহমানের মিউজিক! আবার এটাও সত্য সেই একই সাউন্ডে অভ্যস্ত হতে তারা বেশি সময় নেননি! এ আর রহমানের জাদু এখানেই! ব্লু (২০০৯) রহমানের মাস্টারপিস অ্যালবাম না হলেও এতে আছে নতুন সাউন্ড। তবে রহমানের ক্লাসিক স্টাইল একেবারে বাদ পড়েনি। সাতটি বৈচিত্র্যময় ট্র্যাক আছে এখানে। প্রথম গান Chiggy Wiggy শুরু অস্ট্রেলিয়ান পপ স্টার Kylie Minogue-এর কণ্ঠে। Kylie-এর আবেদনময়ী গলায় সনু নিগমের এন্ট্রি পর্যন্ত এই হিপ-হপ গানটি ভালোই লাগছিল। কিন্তু প্রথম আড়াই মিনিট ইংলিশের পর উর্দু লিরিকে পাঞ্জাবি ভাংরা গানটিতে মানানসই মনে হয়নি। কিন্তু বাণিজ্যিক সার্থকতার জন্যই সম্ভবত রহমানকে দিয়ে প্রডিউসার-ডিরেক্টর কাজটি করিয়েছেন। আদতে গানটি এ আর রহমান টাইপ নয়। ভিন্ন সাউন্ডের রোমান্টিক গান শ্রেয়া ঘোষাল ও সুখন্দির সিং-এর ডুয়েট 'Aaj Dil Gustakh Hai'। যদিও এটি গুণগত দিক থেকে রহমানের বৈশিষ্ট্যের সঙ্গে যায় না, কিন্তু পিয়ানো, গিটার ও বাঁশির সুর মিলিয়ে গানটি পছন্দনীয় হয়ে উঠেছে। রহমান স্টাইলের গায়কীতে Fiqrana গানটিতে সাধারণ শ্রোতাদের চেয়ে রহমান প্রেমীরা স্বাদ খুঁজে পাবেন বেশি। গানটির লেয়ারিং অভিনব। কম্পোজিশন মনমাতানো। গেয়েছেন বিজয় প্রকাশ ও শ্রেয়া ঘোষাল। এটা বিজয়ের সেরা কাজ। পুরনো রহমানকে ফিরে পেতে পারেন ব্যালাড গান Bhoola Tujhe-তে। যেখানে ফিরিয়ে আনা হয়েছে জানে তু ইয়া জানে না মুভির Kabhi Kabhi Aditi ও Kahin To Hogi গানের ভোকাল রশিদ আলীকে। এ আর রহমানের মিউজিকের সঙ্গে রশিদ আলীর কণ্ঠ যেন বরাবর পারফেক্ট। চমৎকার একটি ট্র্যাক হচ্ছে Blue Theme। থিম বলা হলেও এটি থিম মিউজিক নয় থিম সং। যদিও এর লিরিকের মর্ম উদ্ধার প্রায় দুঃসাধ্য! রক, হিপ-হপ ও ভাংরার অসাধারণ ফিউশনের এই গানটিতে ৬ জন সিঙ্গার কণ্ঠ দিয়েছেন। এখানে তারা ব্লু শব্দটি উচ্চারণ করেছেন বুল্লু(!) যা আলাদা আমেজ দেয়! Rehnuma গানটি এক কথায় অতুলনীয়। শ্রেয়া ও সনু দুজনের সেরাটি দিয়েছেন। বিশেষত শ্রেয়ার ভোকালে ব্যাপক পরিবর্তন এসেছে বোঝা যায়। থ্রিলার মুভির জন্য থ্রিলিং গান। অসাধারণ ইন্সট্রুমেন্টেশন। সম্ভবত রহমান বন্ড মুভির মিউজিকের জন্য প্রস্তুতি নিলেন! যে সুন্দর গানটি বারবার শুনেও ক্লান্তি আসে না সেটি অ্যালবামের শেষ ট্র্যাক 'Yaar Mila Tha'। মধুশ্রী ও উদিত নারায়ণের ভোকাল কেমিস্ট্রি মজাদার। মধুশ্রীর কণ্ঠে যেন সত্যি মধু আছে আর উদিত তো আরও প্রাণবন্ত। গানটির লিরিকও দুরন্ত। এ আর রহমানের কাছে ভক্তদের প্রত্যাশা আরও বেশি হলেও মুভির প্রেক্ষিতে মিউজিক রকিং হয়েছে। ভোকাল পারফরম্যান্সও যথার্থ, যা ARR আদায় করে নিতে পারদর্শী। কিন্তু কয়েকটি গানের লিরিক আরও ভালো হতে পারতো। তবে প্লাস পয়েন্ট হচ্ছে, অ্যালবামটি আপনি যতো বেশি শুনবেন ততো বেশি ভালো লাগবে। রহমানের মিউজিক এমনই যে কারও যদি প্রথম শোনাতে ভালো নাও লাগে বার কয়েক শুনলে প্রেমে পড়ে যেতে হয়! কারণ সময়ের চেয়ে এগিয়ে থাকেন এ আর রহমান। লিরিক: Abbas Tyrewala, Mayur Puri, Rajat Arora and Sukhwinder Singh প্রিয় ট্র্যাক: Fiqrana, Bhoola Tujhe, Rehnuma, Blue Theme, Yaar Mila Tha রেটিং: ৪/৫ পূর্বপ্রকাশ: মুভি ক্রিটিক ব্লগ
SaifSamir.com থেকে আরও: সেক্স অ্যান্ড দি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
0 Comments
Leave a Reply. |
|